সেন্সরে যাচ্ছে হুমায়ুন ফরিদীর শেষ ছবি


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৫ মার্চ ২০১৬

অবশেষে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে নন্দিত অভিনেতা হুমায়ুন ফরিদী অভিনীত শেষ চলচ্চিত্র ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’। এরইমধ্যে ছবিটির সব রকমের কাজ সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার এটি সেন্সরে যাবে বলে জানালেন  ছবিটির সহযোগী পরিচালক নিরঞ্জন সরকার।

তিনি জানান, উত্তম আকাশ পরিচালিত এই ছবিটির শুটিং এবং ডাবিং শেষ করেছিলেন হুমায়ুন ফরিদী। কিন্তু ছবির প্রযোজক নাজিম উদ্দিন চেয়ারম্যান মারা যাওয়ার পর ছবিটির বাকি কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তবে সব ঝামেলা সামলে নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহেই এটি সেন্সরে পড়বে। এটি টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলেও নিশ্চিত করলেন নিরঞ্জন সরকার।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ ছবিটির শুটিং শেষ হয়েছিল। ছবিতে হুমায়ুন ফরিদীকে দেখা যাবে একজন জমিদারের চরিত্রে। সেখানে তিনি একবার যা বলেন, তাই করেন। কিন্তু একবার তিনি হেরে যান নিজের মেয়ের কাছেই। সেই হেরে যাওয়ার গল্প নিয়েই নির্মিত হয়েছে ছবিটি।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।