এসিড আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
এসিড আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এসিড সারভাইভারস ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এসিড সারভাইভারদের জাতীয় সম্মেলনের আলোচনা সভায় এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরো বলেন, এসিড আক্রমণের ঘটনার যেসব মামলার রায় হয়েছে তা দ্রুত কার্যকর করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে।
‘জাগবো আমরা করবো জয়, এসিড সহিংসতা আর নয়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় সম্মেলন। সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে এসিড সারভাইভারদের প্রস্তুতকৃত হস্তশিল্প প্রদর্শনী ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ড. ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মেহের আফরোজ চুমকি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল ইকোনোমিক অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের হেড অব প্রোগ্রাম ড্যানিয়েল লুৎফি এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম।
সম্মেলনে এসিড সারভাইভারদের জাতীয় কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩ বছরের জন্য গঠিত হয় এই জাতীয় কমিটি।
সংবাদ বিজ্ঞপ্তি।
এনএফ/এবিএস