পুরস্কৃত হচ্ছেন নেতৃস্থানীয় পেশাজীবী নারীরা


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৬ মার্চ ২০১৬

বাংলাদেশের নেতৃত্বে নারীর অবদানের আনন্দ উদযাপনে দ্বিতীয়বারের মতো আগামী ৮ মার্চ ঢাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের পেশাজীবী নারীদের ‘ইয়েলো প্রেজেন্টস ইন্স্পাইরিং উইমেন অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান জানানো হবে।

এতে বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোর কূটনীতিক মিলিয়ে ৫০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।

নারীর ক্ষমতায়ন ও তাঁদের গড়ে তোলাই হলো এ পুরস্কার প্রদানের লক্ষ্য, যাতে তারা পেশাদারি জগতের বিভিন্ন খাতে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে পারেন। ‘ইন্স্পাইরিং উইমেন লিডারশিপ’ নামক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১৫ সালে প্রথমবারের মতো এই পুরস্কার প্রবর্তন করা হয়।

মোট ১৭টি ক্যাটাগরি বা শ্রেণিতে রোল মডেল নারীদের পুরস্কার দেয়া হবে। শ্রেণিগুলো হচ্ছে- ইয়েলো ইন্স্পাইরিং উইমেন ফর লাইফটাইম এচিভমেন্ট, ইয়েলো ইন্স্পাইরিং ফিমেল অন্ট্রপ্রেনিউর, ইন্স্পাইরিং রিজিওনাল লিডার, ইন্স্পাইরিং উইমেন ইন আর্মি, ইন্স্পাইরিং ফিমেল পারফরমার (ড্যান্স বা নৃত্য), ইন্স্পাইরিং মেল, ইন্স্পাইরিং উইমেন ইন স্পোর্টস, ইয়েলো ইন্স্পাইরিং ফিমেল ডিপ্লোমেট, ইন্স্পাইরিং ফিমেল জার্নালিস্ট, ইন্স্পাইরিং উইমেন অ্যাগেইন্স্ট দ্য অডস, ইন্স্পাইরিং ফিমেল ইন সিনেমা, ইয়েলো ইন্স্পাইরিং উইমেন অব দ্য নেশন, ইয়েলো মোস্ট ডায়নামিক উইমেন অব দ্য ইয়ার, ইন্স্পাইরিং ফিমেল স্টার্টআপ, লিডারস অব টুমরো, মোস্ট ফিমেল-ফ্রেন্ডলি অর্গনাজেশন ও ইন্স্পাইরিং ফিমেল প্রফেশনাল।

এর আগে ২০১৪ সালের জুনে পেশাদারি জগতের নেতৃত্বে নারীর উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সম্ভাবনাময় প্রধান বিষয়গুলো চিহ্নিতকরণ ও তাঁদের অনুপ্রেরণা দিতে প্রথম পর্যায়ের উইমেন লিডারশিপ সামিট বা সম্মেলনের আয়োজন করা হয়।- বিজ্ঞপ্তি

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।