নির্বাচনী প্রচারণায় সহিংসতা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ওবামার


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৩ মার্চ ২০১৬

নির্বাচনী প্রচারণায় সহিংসতা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, শনিবার ডালাসে ডেমোক্রেটিক পার্টির এক অনুষ্ঠানে ওবামা বলেন, প্রার্থীদের অবশ্যই কাউকে অপমান করা উচিত নয় এবং অবশ্যই সহিংসতা এড়িয়ে চলা উচিত।
 
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য যারা লড়ছেন তাদের মনোযোগ থাকা উচিত কিভাবে বর্তমান ব্যবস্থাকে আরো ভালো করা যায়। কাউকে অপমান করা, স্কুলের বাচ্চাদের মতো একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করা বা বিশ্বাস ও ধর্মের উপর ভিত্তি করে বিচ্ছিন্নতার রাজনীতি করা কখনোই তাদের মনোযোগের বিষয় হতে পারে না।

প্রসঙ্গত, নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা নিয়ে ব্যস্ত  মনোনয়নপ্রত্যাশীরা। ভোটারদের সমর্থন পাবার জন্য জনসমাবেশের আয়োজন করছেন অনেক প্রার্থী।

অনেক সময় এ ধরনের সমাবেশে হাতাহাতি বা সহিংসতার ঘটনাও ঘটছে। শুক্রবার নির্বাচনী প্রচারণায় সহিংসতার কারণে নিরাপত্তার আশঙ্কা দেখা দেয়ায় রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়েছে। ট্রাম্পের ওই র্যালি বাতিল হওয়ার পরই এই আহ্বান জানালেন ওবামা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।