ইয়েমেনে জোটের বিমান হামলায় ১৭ জঙ্গি নিহত


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৩ মার্চ ২০১৬

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় আল কায়েদার সন্দেহভাজন ১৭ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৩ জন। দক্ষিণের বন্দর নগরী এডেনে ওই হামলা চালানো হয়েছে। খবর এনডিটিভির।

গত বছরের জুলাইয়ে জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল মানসুরা জেলায় ইরান সমর্থিত শিয়া হুতিদের ওপর সৌদি জোটের হামলা চলার সময়ে ওই এলাকাটি জঙ্গিদের দখলে চলে যায়।

সূত্র জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক ও জঙ্গি আহত হয়েছে। এছাড়া হামলায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছে।

আল মনসুরা জেলাকে মুক্ত করার দ্বিতীয় ধাপ হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে দাবী করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি জোট।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।