আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১৪ মার্চ ২০১৬

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস আজ। বছরজুড়ে নদী তার পানি ও প্রতিবেশে আমাদের জীবন সচ্ছল রাখে। এর প্রতিদান আমরা কীভাবে দিই, আজ তারই হিসাব-নিকাশের দিন।

১৯৯৭ সালে ব্রাজিলের কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে ১৪ মার্চকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর প্রতিনিধিরা ওই সমাবেশে যোগ দেন ।

বাংলাদেশে দিবসটি বেসরকারি পর্যায়ে পালিত হচ্ছে ২০০৬ সাল থেকে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অঙ্গীকার বাংলাদেশ, রিভারাইন পিপলসহ পরিবেশবাদী সংগঠনগুলো এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।