মার্শালের গোলে ম্যানইউ`র স্বস্তি
খুব একটা ভালো সময় যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতার দৌড়ে পিছিয়ে পড়া দলটির মূল লক্ষ্য এফএ কাপ। দাপুটে জয় দিয়েই ইংলিশ ফুটবলের এই প্রাচীনতম আসরের কোয়ার্টার-ফাইনালে উঠেছে লুই ফন খালের দলটি।
তবে সেমিফাইনালে খেলার আশা যেন নিরাশায় পরিণত হচ্ছিল ইউনাইটেডের। সোমবার ওল্ড ট্রাফোডে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ওয়েস্ট হামের বিরুদ্ধে দারুণ লড়াই করে দলটি। তবে খেলার ৬৮ মিনিটে দিমিত্রি পায়েতের অসাধারণ গোলে এগিয়ে যায় সফরকারীরা। আর তাতেই আশার গুড়ে বালি রেড ডেভিলস শিবিরে।
তবে ম্যাচের ৮৩ মিনিটে অ্যান্তোনিও মার্শালের শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হামের বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলে অমিমাংসিত রয়ে যায় ম্যাচটি। ফলে সেমিফাইনালে যেতে আবারও লড়তে হবে দু`দলকে।
আরএ/এমআর/আরআইপি