নিশো-প্রভার বিশ্বাসঘাতক


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৩ মার্চ ২০১৬

জনপ্রিয় টিভি অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নতুন একটি নাটকে জুটি হয়ে কাজ করেছেন। ‘বিশ্বাসঘাতক’ নামের এই নাটকটি ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হতে যাচ্ছে।

নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন এবং পরিচালনা করেছেন হাবিব মাসুদ।

এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খানসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের বধু মহুয়া কি যেনো লুকাতে চায় সবার কাছে। এ ঘটনা নিয়ে গ্রামে কানাঘুষো চলে। এদিকে যুদ্ধ শেষে বাড়িতে এসে উপস্থিত হয় তার স্বামী উসমান। স্বামী ফিরে এসেছে তাই খুশিতে সে আত্মহারা। এর মধ্যে স্বামী এসে জানায় দেশ প্রায় স্বাধীন হওয়ার পথে। কিন্তু তার চোখেও পড়ে বউয়ের লুকোচুরি প্রবণতা। মহুয়ার আচরণ সন্দেহের চোখে দেখে স্বামী। এরপর ঘটতে থাকে এক অদ্ভুত নতুন ঘটনা।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।