নারায়ণগঞ্জে পঙ্গুত্বের অন্তরালে মাদক ব্যবসা


প্রকাশিত: ০৩:৫১ এএম, ২৪ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পঙ্গুত্বের অন্তরালে মাদক বিক্রি করছে এক মাদক ব্যবসায়ী। সমাজে পঙ্গু হিসাবে পরিচিত পেলেও শহীদ ওরফে ল্যাংড়া শহীদের কর্মকাণ্ড নিয়ে নানা সমলোচনার সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিন ধরে হুইল চেয়ারে বসে শহীদ প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসলেও থানা ও ডিবি পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।

প্রকাশ্যে ল্যাংড়া শহীদের মাদক ব্যবসা বন্ধের জন্য এলাকাবাসী একাধিকবার পুলিশকে অবগত করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।  

এ ব্যাপারে বন্দর উপজেলার জনৈক চাকরিজীবী আহসান হাবিব জানান, পঙ্গুত্বের অন্তরালে শহীদ হুইল চেয়ারে বসে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে। শহীদ, জামালসহ আরো কয়েকজন সেলসম্যান দিয়ে প্রতিদিন নিয়মিত ১৫ থেকে ২০ কেজি গাঁজা বিক্রি করে থাকে। অনেক সময় র্যাব-পুলিশের একাধিক টিম তাকে হাতেনাতে আটক করলেও তার পা অচল মনে করে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এই সুযোগে ল্যাংড়া শহীদ নির্বিঘ্নে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে।  

এদিকে লেংড়া শহীদের বসত ঘরটি জনবহুল এলাকা থেকে অনেকটা দূরে হওয়ায় সে প্রকাশ্যেই মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তার আস্তানায় যুবকদের আনাগোনা দেখা যায়। ল্যাংড়া শহীদের অধীনে পরিচালিত মাদকের ভয়াল ছোবল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অভিভাবক মহল।

শাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।