ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
অস্ট্রেলিয়ার অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।
এমএইচ/এআরএস/পিআর