সঞ্জয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৫ মার্চ ২০১৬

ব্যবসায়ী সঞ্জয় সরকারের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে কয়েক হাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লৌহজংয়ের ঘোড়াদৌর বাজার কমিটি ও লৌহজং মানবাধিকার কমিশনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

আধা ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বাজার কমিটির সভাপতি মো. মামুন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

আরও বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অজয় চক্রবর্তী, মো. রফিক মোল্লা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সি, মো. রফিকুল ইসলাম খান, লৌহজং পুজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র দাস, খোকা মৃধা, তাপস দাস, কাজল সাহা, মনোজ কুমার সিংহ অমিত, লিলি সাহা, দিলপি সাহা, আনন্দ সাহা, নিতাই দাস, রুবেল ফকির, গোবিন্দ সরকার, জুয়েল ঢালী, ইকবাল বেপারী, রতন খান, জুয়েল খান, মনসুর মুন্সি, অপু শেখ, রনজু মোল্লা, দোলন পাল, নিপু মোল্লা, রিকু পাল, সুজন দাস, জামাল মোল্লা, সমভুনাথ বনিক, চন্দ্রনাথ মন্ডল, মিজান বেপারী  প্রমুখ।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান। এর মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আগামী ২৮ মার্চ থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।
 
এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।