গ্রিন ইউনিভার্সিটি ও অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির সমঝোতা
শিক্ষা ও পারস্পারিক গবেষণা বিনিময়ের লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি ও অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতার বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার ডেকিন ইউনিভার্সিটির অধ্যাপক জেমিল আবওয়াজি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ও উপ-উপাচাযের্র সঙ্গে সাক্ষাৎকালে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা বলেন।
এসময় অধ্যাপক জেমিল আবওয়াজি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ও উপ-উপাচার্যকে অবহিত করেন।
তিনি বলেন, গ্রিন ইউনিভার্সিটির সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ কার্যক্রমে আগ্রহী ডেকিন ইউনিভার্সিটি। এ ক্ষেত্রে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকরা সেখোনে এমফিল ও পিএইচডি করতে পারবেন। এছাড়াও দুই বিশ্ববিদ্যালয় উভয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময়, ইন্টারন্যাশনাল রিসার্স প্রজেক্টে যৌথ বিনিময়, যৌথভাবে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, কনফারেন্স আয়োজন, শিক্ষার পরিবেশ ও গবেষণার উন্নয়নে সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবেন বলে জানান। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
সভায় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী ফারহান আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএফ/পিআর