কুতুবদিয়ায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৫৩ এএম, ৩০ এপ্রিল ২০২৫

কুতুবদিয়ার সুরক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসেসিয়েশন (দ্বীপশিখা) নামে একটি সংগঠন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে সংগঠনটি।

এসময় তাদের হাতে 'আমরা বেড়িবাঁধ চাই, নিরাপদে বাঁচতে চাই', 'আমরা টেকসই বেড়িবাঁধ চাই, কথা নয় কাজ চাই', ভাঙছে কুতুবদিয়া, ভাঙছে আমাদের ঘর'সহ নানান ধরনের ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে আমেরিকান ইউনিভার্সিটির শিক্ষার্থী তাশফিন উদ্দিন মাহমুদ বলেন, বর্ষাকালে কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে আমাদের জানমালের ক্ষতি হয়। এ অবস্থায় আমরা একটি স্থায়ী বেড়িবাঁধ চাই। আমরা আগেও এই দাবি করেছি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে আমরা চাওয়ার স্বাধীনতা পাওয়ায় এখন জোর দাবি জানাচ্ছি। আমরা কোনো অস্থায়ী বেড়িবাঁধ চাই না। আমরা একটি স্থায়ী বেড়িবাঁধ চাই এখন।

তিনি আরও বলেন, আমাদের দ্বীপে যাওয়ার জন্য এখন শুধু স্পিডবোট এবং ডেনিশ আছে। যা বর্ষাকালে যাতায়াতের জন্য খুবই কষ্টকর। এ পরিস্থিতিতে আমরা সরকারের কাছে সি-ট্রাক এবং ফেরি ব্যবস্থারও দাবি জানাচ্ছি।

এফএআর/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।