রাজশাহী বিশ্ববিদ্যালয়

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০১ মে ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন পদের প্রার্থীরা। এসময় ছাত্র শিবিরের নেতাকর্মীরাও সেখানে অংশ নেন।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এসময় রুয়ার সাংগঠনিক সম্পাদক প্রার্থী এমাজ উদ্দিন মণ্ডল বলেন, আমাদের এ কর্মসূচি হলো ১০ তারিখ রুয়া নির্বাচন স্থগিত করার প্রতিবাদে। এক কুচক্রী মহল রুয়া নির্বাচনকে বন্ধ করার জন্য পায়তারা করছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসার সামনে ককটেল ফাটিয়ে নির্বাচন বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করছে।

রুয়া নির্বাচন স্থগিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

সহ-সভাপতি প্রার্থী কেরামত আলী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের দাবি পূরণে রুয়া নির্বাচন দিতে চেয়েছিল। কিন্তু কোন কুচক্রী মহলের কাছে হাত মেলালেন আমি জানি না। নির্বাচন তারা করবে না আপনার মাধ্যমে তারা নির্বাচন স্থগিত করল।

এ বিষয়ে রাবি ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রুয়ার নির্বাচন স্থগিত করার বিরুদ্ধে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থী সবাই মনঃক্ষুণ্ণ হয়েছে। এজন্য ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি।

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।