ঢাবির আইবিএ’র ৫৭তম গ্র্যাজুয়েশন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ৫৭তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হয়। ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শাকিল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবির ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী গ্র্যাজুয়েশন স্পিকার হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন।

ঢাবির আইবিএ’র ৫৭তম গ্র্যাজুয়েশন সম্পন্ন

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আইবিএ গ্র্যাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সমাজ, পরিবার, পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি দায়বদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সমুন্নত রেখে মেধা ও দক্ষতার মাধ্যমে পেশাগত জীবনে খ্যাতি অর্জনের চেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, কর্মজীবনে প্রতিনিয়ত সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে দক্ষ ও মানসম্পন্ন বিজনেস গ্র্যাজুয়েট তৈরির এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে গ্র্যাজুয়েটদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

এফএআর/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।