ইবিতে শিবিরের উদ্যোগে বিজ্ঞান উৎসব, থাকছে পুরস্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৯ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের উদ্যোগে ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব-২০২৫’ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) থেকে এই উৎসব শুরু হবে।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নম্বর কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’-এর মাধ্যমে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এই উৎসব চলবে ২১ মে পর্যন্ত। এতে বিজয়ীদের জন্য থাকবে এক লাখ টাকার পুরস্কার।

ইবিতে শিবিরের উদ্যোগে বিজ্ঞান উৎসব, থাকছে পুরস্কার

এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডসহ চারটি ক্যাটাগরিতে বিজ্ঞান উৎসব আয়োজিত হবে। এর মধ্যে প্রোগ্রামিং কনটেস্ট ও প্রজেক্ট প্রদর্শনীতে দলীয়ভাবে সর্বোচ্চ তিনজন করে এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে এককভাবে অংশ নিতে হবে। রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রোগ্রামিং কনটেস্টে ৩০০ টাকা, প্রজেক্ট প্রদর্শনীতে ৫০০ টাকা, রুবিক্স কিউব ও বিজ্ঞান অলিম্পিয়াডে ১০০ টাকা পরিশোধ করতে হবে।

ইবিতে শিবিরের উদ্যোগে বিজ্ঞান উৎসব, থাকছে পুরস্কার

প্রথম থেকে দশম স্থান অধিকারীদের জন্য পুরস্কারসহ প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট, নাশতা ও বিশেষ উপহারের ব্যবস্থা রেখেছে সংগঠনটি।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।

ইরফান উল্লাহ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।