নবীন শিক্ষার্থীদের আগমনে জবি শিবিরের দিনব্যাপী ফল উৎসব

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:২০ পিএম, ২৬ জুন ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে তাদের এই ব্যতিক্রমী আয়োজন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ফল উৎসবের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে এ উৎসবে আম, কাঁঠাল, জাম ও আনারসের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের পাশাপাশি আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে অংশ নিতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

নবীন শিক্ষার্থীদের আগমনে জবি শিবিরের দিনব্যাপী ফল উৎসব

এ বিষয়ে জবি উপাচার্য বলেন, ‘শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগ দেখেও অন্য ছাত্র সংগঠনগুলোও শিক্ষার্থীদের জন্য কাজ করবে।’

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।