জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে ছাত্রশক্তির অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাবি
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫
জাবি রেজিস্ট্রার ভবনের সামনে ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক সিন্ডিকেট, জুলাই হামলায় মদদদাতা শিক্ষক ও পরীক্ষার ফলাফল অনিয়মে জড়িত শিক্ষকদের অবিলম্বে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাবি শাখা ছাত্রশক্তির নেতাকর্মীরা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে পরীক্ষার ফলাফলে অনিয়মের ভুক্তভোগী প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রবিন হোসেনসহ ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে পরীক্ষার ফলাফল অনিয়মের ভুক্তভোগী প্রাণিবিদ্যা বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী রবিন হোসেন জানান, তার চতুর্থ বর্ষের রিপোর্টে ইচ্ছাকৃতভাবে কম গ্রেড দেওয়া হয়েছে। তদন্ত কমিটি রিপোর্টটি পুনর্মূল্যায়নের সুপারিশ করলেও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। 

প্রশাসনের কাছে এর যথাযথ বিচার দাবি করে আগামীকালের সিন্ডিকেট সভায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি জানান ভুক্তভোগীসহ অন্যরা। তাদের দাবি ভবিষ্যতে যেন অন্য কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন অন্যায় করতে না পারেন।

বাংলাদেশ ছাত্রশক্তি জাবি শাখার সংগঠক জিয়াউদ্দিন আয়ান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমলে নিচ্ছে না, গড়িমসি করছে। উপাচার্যকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদেরকে নুরুল আলমের প্রশাসনের মতো কাজ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের দেড় বছর পেরিয়ে গেলেও জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার নিশ্চিত করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছা করেই বিচার বিলম্বিত করছে। তারা জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের প্রভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পথ তৈরি করছে।

মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।