সুইসাইড নোট লিখে রাবি শিক্ষিকার আত্মহত্যা


প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানকে (৪৫) মৃত অবস্থায় উদ্ধারের পর তার কক্ষ থেকে সুইসাইড নোট পাওয়া গেছে।

ওই বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা জানান, আকতার জাহান সুইসাইড নোটে লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শারীরিক ও মানসিক চাপের কারণে আমি আত্মহত্যা করলাম। সুইসাইড নোটের লেখা দেখে বোঝা যাচ্ছে এটা ওনারই লেখা।’

suicide note

শুক্রবার বিকেল ৫টার দিকে কক্ষের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ডাক্তাররা ধারণা করছেন তিনি বেশ আগেই মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানান তারা।

বিভাগ সূত্রে জানা যায়, আকতার জাহানের একমাত্র ছেলে সোয়াদ ঢাকার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করে। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে ওই শিক্ষকের। তার সাবেক স্বামী একই বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদ। আকতার জাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনের ৩০৩ নম্বর কক্ষে একাই থাকতেন।

রাশেদ রেন্টু/এএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।