রাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু বুধবার


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৯ মে ২০১৭

‘যুক্তির শাণিত স্রোতে আঁকি মুক্তির মহাকাল’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘৪র্থ আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’ শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার। এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি ওমর ফারুক। শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি ওমর ফারুক জানান, সংসদীয় পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৭টি হল অংশগ্রহণের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এ বিতর্ক উৎসব চলবে।

তিনি আরও জানান, ৩২ দলের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দলকে সম্মননা স্বারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সাধারণ সম্পাদক আবু ইউসুফ, আহ্বায়ক শাকিল মাহমুদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশেদ রিন্টু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।