নরসিংদীতে পিইউবির যাত্রা শুরুর ঘোষণা


প্রকাশিত: ১১:৩৯ এএম, ২১ মে ২০১৭

নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় গ্রামে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের (পিইউবি) স্থায়ী ক্যাম্পাস স্থাপিত হয়েছে। রোববার সকালে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব স্টাডিজের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা এমপি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে পিইউবির এই স্থায়ী ক্যাম্পাসে অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা কার্যক্রম তথা ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

এ সময় পিইউবির বোর্ড অব স্টাডিজের সহ-সভাপতি ডা. মিনহান উদ্দিন আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ড. শামীমা মান্নান শাহেদ, উপাচার্য অধ্যাপক ড. মো. আরজু মিয়া, রেজিস্ট্রার মো. মোফাক্কের, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের অনারারি ডিন অধ্যাপক ড. মো. আবদুল মান্নান চৌধুরী, প্রভাষক মো. শরীফ ইকবাল, সহকারী পরিচালক আবু বকর সিদ্দীক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ১৯৯৬ সালের ১৪ মে পিইউবির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মরহুম অধ্যাপক ড. আব্দুল মান্নান পিইউবির প্রথম ও প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন এবং দেশের শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতিদের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের তিনিই প্রথম সভাপতি ছিলেন।

তিনি বলেন, স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান, গবেষণার সুযোগ সৃষ্টি এবং উচ্চতর গবেষণার সনদ প্রদানের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে পিইউবির মূল ক্যাম্পাসে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগে চার হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে।

এমপি সিরাজুল ইসলাম মোল্লা জানান, আরও ৩টি ক্যাম্পাসে অনতিবিলম্বে ব্যবসায় প্রশাসন অনুষদ, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, আইন অনুষদ, কলা অনুষদ এবং সমাজ বিজ্ঞান অনুষদ চালু করা হবে। খুব কাছাকাছি সময়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্স অ্যান্ড বায়ো-ইনফরমেটিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, মাসকমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ফার্মাসিউটিকেল্স সায়েন্স (ফার্মেসী অ্যান্ড ফার্মাসিউটিকেল টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, এমবিএ ইন টেক্সটাইল ইন টেক্সটাইলন অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়ে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রেরণ করা হচ্ছে।

তিনি বলেন, পিইউবির ভিশন হচ্ছে প্রতিটি বিভাগে শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের একটি সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করা।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।