শেকৃবিতে আন্তসেমিস্টার ক্রিকেট চ্যাম্পিয়ন এমএস টিম


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ২৬ মে ২০১৭

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘শেকৃবি আন্তসেমিস্টার ক্রিকেট চ্যাম্পিয়নশীপে’ জয় পেয়েছে এমএস টিম। শেকৃবি শরীরচর্চা ও শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বৃহস্পতিবার এ খেলা অনুষ্ঠিত হয়।

শেকৃবির ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

এ ছাড়া শেকৃবি শরীরচর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. সেকেন্দার আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ।

মো. রাকিব খান/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।