ভাসানী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শুরু শনিবার


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৬ মে ২০১৭

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। এদিন থেকে ৩১ মে বুধবার পর্যন্ত ছুটি চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কাজকর্ম বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।

বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ৩ জুন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম।

ইতোমধ্যে অবকাশ কাটাতে অনেক শিক্ষার্থী বাড়ি যেতে শুরু করেছে। ক্যাম্পাস এখন অনেকটাই ফাঁকা।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বিনতে শরিফ (সূচনা) জানায়, খুবই ভালো লাগছে। বাসায় যাচ্ছি। বাবা-মা, ভাই-বোনসহ সকল আত্মীয়-স্বজন এক সঙ্গে মিলে আম, কাঠাল, লিচু খেতে পারবো। অনেক আনন্দ হবে। তবে ছুটির পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় বাড়তি চিন্তাও কাজ করছে বলে জানান সূচনা।

আরিফ উর রহমান টগর/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।