ক্যাম্পাসে আর ফেরা হলো না আমানের


প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৬ জুন ২০১৭

সড়ক দুর্ঘটনায় মো. আমানাউল্লাহ আমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

আমাউল্লাহ আমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র।

aaaতিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গাংনী উপজেলার ভ্রমরদুয়া গ্রামে। কিছুদিন আগে আমান ঈদের ছুটিতে রাবি থেকে বাড়িতে যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে বোনের বাড়িতে বেড়াতে যায় আমান। পথিমধ্যে গাড়িতে ব্রেক করতে গিয়ে আমান রাস্তায় পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা একটি নসিমন গাড়ি তাকে চাপা দি‌য়ে‌ চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে আমানকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার রাত ১০টার দিকে পারিবারিক কবরস্থানে আমানের মৃতদেহ দাফন করা হয়।

এ বিষয়ে রাবির অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, আমি এখনও শুনিনি। তবে ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমি খোঁজখবর নিচ্ছি।

নিহতের তথ্য নিশ্চিত করে গাংনী থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ থানায় করা হয়নি।

রাশেদ রিন্টু/এমএএস/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।