নটর ডেম কলেজ অ্যালামনাইয়ের পুনর্মিলনী ২ মার্চ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ২ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণের জন্য আগামী ১৮ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। অ্যালামনাইয়ের সদস্যদের জন্য রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১৫০০ টাকা। সহধর্মিণীদের জন্য ৫০০ টাকা। তবে পুনর্মিলনীতে সন্তানদের আনা যাবে না।

এছাড়া যারা এখনও অ্যালামনাইয়ের সদস্য হননি তারাও পুনর্মিলনীতে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে এককালীন ১২০০ টাকা ফি দিয়ে তাদের আগে অ্যালামনাইয়ের সদস্য হতে হবে। পরে নির্ধারিত ফি দিয়ে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করা যাবে। উভয় ফরম কলেজের ওয়েবসাইটে (www.notredamecollege-dhaka.com) পাওয়া যাবে।

প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কলেজে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।