বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করলেন আমেরিকান রাষ্ট্রদূত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৭ মার্চ ২০১৯

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে জাদুঘরে সংরক্ষিত নিদর্শনাদী ঘুরে দেখে পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

এর আগে জাদুঘরে রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান তাকে স্বাগত জানান। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক এ আর এম আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

Rajshahi University

এদিকে জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।

সালমান শাকিল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।