অবশেষে কোটি টাকার বেডগুলো সংরক্ষণের উদ্যোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০২ অক্টোবর ২০২০

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর খোলা আকাশের নিচে পড়ে থাকা প্রায় সোয়া কোটি টাকার বেড সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ।

প্রায় এক বছর খোলা আকাশের নিচে ফেলে রাখা স্টিল নির্মিত এসব হোস্টেল বেড সংরক্ষণের উদ্যোগ নেয়া হলো।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জাগো নিউজে অবহেলায় নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সোয়া কোটি টাকার বেড শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পরই এসব আসবাবপত্র সংরক্ষণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার মোহাম্মদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গত সপ্তাহ থেকেই বেডগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক বেড সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Gopalganj

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও ওয়ার্কস দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বশেমুরবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত দু'বছরে এসব বেড ক্রয় করা হয়েছিল। এ সময়ে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ও খুলনা শিপইয়ার্ড থেকে ১১টি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মোট ৪ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৬২৫ টাকা মূল্যের দুই হাজার ৬৭০টি হোস্টেল বেড ক্রয় করা হয়।

কিন্তু এসময়ে নবনির্মিত দুটি হলে সর্বমোট আসন সংখ্যা ১০০০। প্রয়োজনের অতিরিক্ত বেড ক্রয় করাতেই মূলত দীর্ঘদিন যাবৎ প্রায় ৮০০ বেড খোলা আকাশের নিচে পড়ে ছিল। পড়ে থাকা এসব বেডের প্রতিটির গড় মূল্য ছিল প্রায় ১৬ হাজার ৭৮৯ টাকা।

বশেমুরবিপ্রবির স্টোর কিপার মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, স্টোরের জায়গা সংকট থাকায় এতদিন বেডগুলো খোলা আকাশের নিচে পড়ে ছিল। সম্প্রতি আমরা অস্থায়ীভাবে নির্মিত একটি শেডের মালামাল ক্যাফেটেরিয়ার ফাঁকা অংশে স্থানান্তর করেছি এবং ওই শেডে বেডগুলো রাখার ব্যবস্থা করেছি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।