জানুয়ারি পর্যন্ত জবি শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০১ জানুয়ারি ২০২১
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফের সময়সীমা জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরের ধারাবাহিকতায় ২০২১ এর জানুয়ারি পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সকল প্রকার বিলম্ব ফি মওকুফ করা হলো।

এর পূর্বে গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে বিলম্ব ফি পরিশোধের সময়সীমা বাড়ানোর আশ্বাস দেন।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩১ ডিসেম্বর মওকুফের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ছে সময়সীমা।

রায়হান আহমেদ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।