সাত কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে মানববন্ধন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা ৷

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে মানববন্ধন করে তারা। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তাদের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, ‘আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে। শুধুমাত্র পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা আসছি ৷ এমন হয়রানি মেনে নেয়া যায় না। অবিলম্বে আমাদের চলমান পরীক্ষা নিতে হবে।’

নাহিদ হাসান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।