দ্বিতীয় দিনেও চলছে পাবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচরীরা।

১৭ দফা দাবিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেন তারা। এ সময় রেজিস্ট্রার দপ্তরের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন জাগো নিউজকে বলেন, করোনাকালে অর্ধেক জনবল নিয়ে অফিস করা, উচ্চতর স্কেল প্রদান, অটো পদোন্নতি, বিশ্ববিদ্যালয়ের সব কমিটিতে কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করাসহ ১৭ দফা দাবি গত ২৪ জানুয়ারি লিখিতভাবে রেজিস্ট্রারের মাধ্যমে ভিসিকে জানানো হয়। কিন্তু ভিসি দাবি পূরণের আশ্বাসে কয়েকবার সময় নিলেও মানা হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দ্বিতীয় দিনেও চলছে পাবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

এ বিষয়ে রেজিস্ট্রার ড. বিজন ব্রহ্ম জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সবকিছু নিয়ম মেনে হয়েছে। কর্মকর্তারা কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছেন। উপাচার্য দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। আসলে আলোচনায় সমাধানের চেষ্টা করা হবে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।