ইবিতে সেশনজট নিরসনের দাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৯ মার্চ ২০২২
সেশনজট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা

সেশনজট নিরসনে দ্রুত ক্লাস ও পরীক্ষা গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষাজীবন স্বাভাবিক থাকলে ২০২১ সালের ডিসেম্বরে আমাদের স্নাতক শেষ হতো। করোনার কারণে প্রায় দুই বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। এদিকে আমাদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও শুরু হয়নি।

jagonews24

একই দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়টি দ্রুত সমাধান না হলে আগামী শনিবার সংবাদ সম্মেলনের ঘোষণা দেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বাংলা বিভাগের বিষয়টি আমি তাৎক্ষণিক ফোন দিয়ে খোঁজ নিয়েছি। দায়িত্বরত সভাপতিকে বিষয়টি সমাধানের জন্য বলেছি। আর পরিসংখ্যান বিভাগের বিষয়ে উপাচার্য আসলে আলোচনা হবে।

রুমি নোমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।