রাবির শহীদ মিনারে টিকটক ভিডিও করায় ৬ তরুণ-তরুণী আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৩০ পিএম, ১৯ মার্চ ২০২২
রাবির প্রক্টর দপ্তরে আটক তরুণ-তরুণীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে টিকটক ভিডিও বানানোয় বহিরাগত ৬ তরুণী-তরুণীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

শনিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহীদ মিনার চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়। সন্ধ্যায় প্রক্টর দপ্তরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটকরা হলেন- রাজ আহমেদ, শামীম রেজা, শাকিল, মলি খাতুন, সুমাইয়া সুলতানা, অর্পিতা, সজীব ইসলাম। তারা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জাগো নিউজকে বলেন, কয়েকজন তরুণ-তরুণী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অশালীন কার্যক্রম করছে, এমন খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান। সেখানে গিয়ে দেখা যায়, কয়েকজন জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে উঠে দৃষ্টিকটু ভঙ্গিতে ভিডিও তৈরি করছেন।

তিনি বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে আনা হয়। তারা জানিয়েছে, শহীদ মিনারে টিকটক ভিডিও করছিলেন। এ ধরনের কাজ ভবিষ্যতে আর করবে না শর্তে, তাদেরকে সন্ধ্যার দিকে ছেড়ে দেওয়া হয়। তারা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।

মনির হোসেন মাহিন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।