নবীনদের বরণ করলো রাবি সাংবাদিক সমিতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরাবরের মতো এবারও বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। মঙ্গলবার বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন মাতিন।
বক্তব্যে অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, সাংবাদিকতা এমন একটি মহৎ পেশা যেটাকে আমাদের সমাজের চোখ বলা হয়।
তিনি আরও বলেন, সাংবাদিকতা বর্তমানে একটি চ্যালেঞ্জিং পেশা। একটি সমাজ বা রাষ্ট্রের সুষ্ঠু অগ্রগতির জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে ও প্রভাষক মো. মামুন আ. কাইয়ূম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
রাশেদ রিন্টু/এফএ/এসএস/এমএস