হলে আটকে রেখে নির্যাতন: যবিপ্রবির ২ ছাত্র বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৩ এপ্রিল ২০২৩
বহিষ্কৃত শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী ও সালমান এম রহমান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী এবং মো. সালমান এম রহমান।

এরআগে, রোববার যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে প্রায় চার ঘণ্টা ধরে ইসমাইল হোসেন নামে এক শিক্ষার্থীকে আটকে রেখে রড, জিআই পাইপ ও বেল্ট দিয়ে মারধর করেন শোয়েব ও সালমান। তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। বর্তমানে ওই শিক্ষার্থী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।