ফারইস্ট ইউনিভার্সিটির জমির রেজিস্ট্রেশন সম্পন্ন


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৮ মার্চ ২০১৬

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) উত্তরার ১৬/আই সেক্টরের স্থায়ী ক্যাম্পাসের জমির রেজিস্ট্রেশন মঙ্গলবার সম্পন্ন হয়েছে।

এদিন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন দলিলে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মো. আব্দুলাহ ও বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যরা। আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ডিন ও কর্মকর্তারা।

এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।