বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি ১৩-১৪ আগস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১২ আগস্ট ২০২৩

গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে আগামী ১৩ ও ১৪ আগস্ট শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

শনিবার (১২ আগস্ট) বেরোবি স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি হওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য আগামী ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অবস্থিত ব্যাংক বুথে বিভাগের নির্ধারিত ভর্তি ফি জমা দিতে হবে। এরপর সেই ভর্তি ফি দেওয়ার ব্যাংক রশিদ সংশ্লিষ্ট বিভাগে দেখিয়ে ভর্তি ফরম গ্রহণ নিতে হবে। ভর্তি ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তিনটি সেট প্রস্তুত করে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় যে কাগজ সঙ্গে নিয়ে আসতে হবে
শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমাদানের রশিদের অনুলিপির তিন কপি, পূরণ করা ভর্তি ফরম তিন কপি, প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা জমাদানের রশিদের অনুলিপি তিন কপি, চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রশিদের অনুলিপি তিন কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি তিন কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ট্রান্সক্রিপ্টের অনুলিপি তিন কপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবিসহ কাগজপত্র জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে না পারলে তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেরোবিতে ভর্তির জন্য এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।