শাবিতে দুই দিনব্যাপি চাকরি মেলা শুরু


প্রকাশিত: ০৫:৫২ এএম, ২৩ মার্চ ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপি ‘চাকরি মেলা’। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র সহযোগিতায় দেশের শীর্ষ স্থানীয় জব পোর্টাল বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করে। বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া চাকরি মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হক, বিডিজবস ডটকম’র জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী, ক্যারিয়ার ক্লাবের সভাপতি উত্তম দাশ।

আয়োজকরা জানায়, প্রথম দিন মেলায় অংশ নেয়া দেশের শীর্ষ স্থানীয় ২০টি প্রতিষ্ঠান তাদের ৫৯টি শূন্য পদের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সিভি সংগ্রহ করবে। সমাপনী দিন বৃহস্পতিবার সিভি যাচাই বাচাই শেষে ৫৯ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেয়া হবে।

মেলায় অংশ নেয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো প্রাণ-আরএফএল গ্রুপ, প্রাণ গ্রুপ, আলিম ইন্ডাস্ট্রিজ, শাফি কনসালটেন্সি বাংলাদেশ, লাফার্জ সুরমা সিমেন্ট, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্র্রিজ, কনফিডেন্স গ্রুপ, লিংক টেকনোলজিস লি., নিটল-নিলয় গ্রুপ, লংকা-বাংলা ফাইন্যান্স, মিটলাইফ, বসুন্ধরা গ্রুপ।

বিডিজবস ডটকমের জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী জানান, দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষায় কনফিডেন্স বাড়ানোর জন্য মূলত এ ধরনের আয়োজন।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।