ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনে সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

jagonews24

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি চলমান উত্তেজনা নিয়ে পশ্চিমাদের দ্বিচারিতার তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আব্দুল্লাহ আল নোমান ধ্রুব বলেন, ফিলিস্তিনে যে সংকট তা আজ বিশ্বকে আক্রান্ত করেছে। এটা কোনো সাম্প্রদায়িক বা নীতিগত লড়াই নয়; এটা একটা মানবিক বিপর্যয়। এ বিপর্যয় রোধে আমরা বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানাই।

jagonews24

জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ বলেন, ফিলিস্তিন সংকটে একপক্ষে দখলদার, অপরপক্ষে নির্যাতিত। ইসরায়েলিদের এ কর্মকাণ্ডকে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে তুলনা করা যেতে পারে।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, পশ্চিমাদের আগ্রাসী মনোভাবের কারণে দেশে দেশে অশান্তি সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলিদের সাম্প্রতিক আগ্রাসনে প্রায় চার লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

jagonews24

যুগ্ম-আহ্বায়ক হাসিব জামানের সঞ্চালনায় সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাহবুব সরদার/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।