নির্বাচন উপলক্ষে ইবিতে একদিন ছুটি, দুদিন পরীক্ষা বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। নির্বাচনের আগের ও পরের দিন দাপ্তরিক কার্যক্রম চললেও বন্ধ থাকবে পরীক্ষা। এসময়ে আবাসিক হলগুলো খোলা থাকবে।

বুধবার (৩ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এতথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনে আগের ও পরের দিন শুধু পরীক্ষাগুলো বন্ধ থাকবে। তবে এ দুদিন অফিস খোলা থাকবে। ৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় পুরোদমে চলবে।

এরআগে গত ২২ ডিসেম্বর থেকে ১২ দিনের শীতকালীন ছুটি শুরু হয়। ছুটি শেষে মঙ্গলবার (২ জানুয়ারি) অফিস খুলেছে। শনিবার (৬ জানুয়ারি) থেকে ক্লাস-পরীক্ষা শুরুর কথা ছিল।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।