নানা আয়োজনে ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ক্যাম্পাসে আনন্দ মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও কেক কাটার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে শেষ হয়।

বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের জিয়া মোড় সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা। এসময় অন্যদের মধ্যে সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ইতিহাস। সামনের দিনগুলোতেও গণতন্ত্র এবং গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাবে ছাত্রলীগ।’

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।