ঢাবির টিএসসিতে চলছে উদ্যোক্তা মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে উদ্যোক্তা মেলা/ ছবি- জাগো নিউজ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলছে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে মেলা শুরু হয়। মেলা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ২৪টি স্টলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেলা চলবে। এতে বাহারি পণ্য নিয়ে শিক্ষার্থীরা সাজিয়েছেন একেকটি স্টল। এসব স্টলে বিভিন্ন ঐতিহ্যবাহী কাপরচোপড়, পিঠা, সাজগোজের সামগ্রী, বাহারি মুখরোচক খাবারসহ বিভিন্ন তৈজসপত্র শোভা পাচ্ছে।

বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এসময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আরও অনেকে।

ঢাবির টিএসসিতে চলছে উদ্যোক্তা মেলা

অধ্যপাক ড. নিয়াজ আহমেদ খান বলেন, জিন্দাবাদ-মুর্দাবাদের রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদেরকে সবার উপযোগী রাজনৈতিক চর্চা করতে হবে। আমি সাধারণত রাজনৈতিক দলের অনুষ্ঠানে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কিন্তু আজ এলাম কারণ এটি সর্বজনীন কাজ। উদ্যোক্তাদের প্রমোট করা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। শুধুমাত্র আনুষ্ঠানিক চাকরির ওপর আমরা আর নির্ভর করতে পারি না, এটি এখন প্রমাণিত।

বিন ইয়ামিন মোল্লা বলেন, শিক্ষার সঙ্গে ইন্ডাস্ট্রির একটা সমন্বয় প্রয়োজন। ইন্ডাস্ট্রিগুলো তাদের মানবসম্পদের চাহিদা জানান দেবে, তার ভিত্তিতে সেটার অনুসারে জনসম্পদ তৈরি করতে হবে। তাহলে বেকারত্ব কমে যাবে।

এমএইচএ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।