বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন আ.লীগ নেতা
পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটঘরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
শুক্রবার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, আগামী ৪ জুন আটঘরিয়া পৌরসভা নির্বাচন। ১৯ মে ছিল নির্বাচনের মনোনয়ন প্রতাহারের শেষ দিন। ওই দিন বাকি ৬ মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় শুক্রবার রতনকে বেসরকারিভাবে মেয়র ঘোষাণা করা হয়।
এই নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৯ মে পর্যন্ত মোট ৭ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইশারত আলী, যুবলীগের আলী সুজা মিঠু, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বাচ্চু ও শিবির নেতা সাইদুল ইসলাম। কিন্তু ১৯ মে শহিদুল ইসলাম রতন ছাড়া সকল প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এদিকে রতনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণার পর পরই নেতা-কর্মী ও সমর্থকরা পৌর এলাকায় আনন্দ মিছিল বের করেন।
জামান/এফএ/এমএস