প্রকৃত মালিক বাদ দিয়ে অন্যের নাম বসিয়ে তৈরি করেন দলিল

ময়মনসিংহে জাল দলিল তৈরি চক্রের মূলহোতা আলমগীর হোসেনকে (৩১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তার কাছ থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের ২০ কর্মকর্তার ৬২টি সিল, ৩৬টি রাবার খোলা সিল, ১৪টি খোলা রাবার সিলের প্লাস্টিক হোল্ডার ও ৩টি প্যাড, স্ট্যাম্প, ৮টি জাল দলিল ও খসড়া কাগজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আলমগীর ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকার আবুল মুনছুরের ছেলে।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) নিজ বাড়ি থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আলমগীর নিজ বাড়িতে জাল দলিল ও নাম খারিজের দলিল তৈরি করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানিয়েছেন, তিনি এই চক্রের মূলহোতা। তিনসহ চক্রের সদস্যরা দলিল তৈরি, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে, এসব জমিতে যে মালিক না তাকেও জমির মালিক বানিয়ে দিতেন। এছাড়া নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে দিতেন এবং জমির অংশীদার বানিয়ে দিতেন। জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করে, জমির পরিমাণ কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে জমির অংশীদার করে দিতেন।
ওসি বলেন, গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রটির আরও অন্তত ৪ জন সদস্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস