রূপসায় ইটভাটা ও অবৈধ চুল্লিতে অভিযান, ২২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৯:০০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা জেলার রূপসা উপজেলায় অবৈধ ইটভাটা এবং কাঠ পুড়িয়ে কয়লা তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় নয়টি ইটভাটাকে জরিমানা এবং ১৫টি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রূপসা উপজেলার কালীবাড়ি মোড় সংলগ্ন বেলতলা এলাকা ও বিভিন্ন ইটভাটায় খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়। অভিযানে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানে নয়টি ইটভাটাকে মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় রুপসার নন্দনপুরের অগ্রণী ব্রিকসকে দুই লাখ টাকা, মুন ব্রিকসকে দুই লাখ টাকা, নিশান ব্রিকসকে দুই লাখ টাকা, রোজ ব্রিকসকে চার লাখ টাকা, সিটি ব্রিকস-১ কে দুই লাখ টাকা, সিটি ব্রিকস-২ কে দুই লাখ টাকা, এলএসবি ব্রিকসকে দুই লাখ টাকা, এমএনএস ব্রিকসকে দুই লাখ টাকা এবং আজাদ ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

রূপসায় ইটভাটা ও অবৈধ চুল্লিতে অভিযান, ২২ লাখ টাকা জরিমানা

এছাড়াও অভিযানকালে প্রস্তুতকৃত কাঁচা ইট সম্পূর্ণ ভেঙে ফেলা হয় এবং ইটভাটা ভেঙে ফায়ার সার্ভিসের সহোযোগিতায় আগুন নেভানো হয়। পরে ১৫টি কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।

খুলনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদ জাগো নিউজকে বলেন, পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

এ অভিযানে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, রূপসা থানা , নৌ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মো.আরিফুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।