বরগুনায় বাসের ধাক্কায় উল্টে গেলো মাহিন্দ্রা, নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বরগুনার আমতলীতে বাস, মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাহেব বাজার সংলগ্ন রহমানিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমতলী উপজেলার লোদা গ্রামের হিমু আকনের সাত বছরের ছেলে আবিদ, মোটরসাইকেল চালক ডালাচোরা গ্রামের শহিদুল ইসলাম (৬০) এবং আমতলীর বাইনবুনিয়া গ্রামের আতাহার গাজী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের দ্রুতগতির একটি বাস সাহেব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাহিন্দ্রাটি। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম মারা যান।

আহত অবস্থায় মাহেন্দ্রের যাত্রী শিশু আবিদকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতাহার গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

নুরুল আহাদ অনিক/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।