আমেরিকা পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আমজাদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আমেরিকা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার ওই উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে হবিগঞ্জে ফিরিয়ে আনা হচ্ছে। হবিগঞ্জে পৌঁছানোর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।