ময়মনসিংহ
যানবাহন কম, হেঁটে আজহারীর মাহফিলে যাচ্ছে মানুষ

জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে ময়মনসিংহ শহরে যানবাহন চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। শহরে রিকশা-অটোরিকশা চললেও তা অন্যান্য দিনের চেয়ে কম। বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে এমনটি করা হয়েছে। ফলে অনেকে হেঁটে বয়ান শুনতে আসছেন।
এর আগে শুক্রবার বিকেলেই মাহফিলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। রাতেই মাঠে মানুষের ঢল নামে।
ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে শুরু হয়েছে ওয়াজ মাহফিল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাহফিল শুরু হয়। বাদ জোহর প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এরইমধ্যে মাহফিলে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথিরা।
মাহফিল শুরুর পর থেকে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক মো. অলিউল্লাহ, সদস্য সচিব আল নূর আয়াস, ছাত্র আন্দোলনে এক হাত হারানো আল আমিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে শুরু হয় ইসলামি সংগীত। এখন চলছে বয়ান।
এর আগে বক্তারা বলেন, শেখ হাসিনা ফেরাউনি শাসন কায়েম করেছিলেন। তার জন্য অনেকে ওয়াজ মাহফিল করতে পারেনি। শাপলা চত্বরে গুলি করে পাখির মতো ধর্মপ্রাণ মুসলিমদের হত্যা করা হয়েছে। এই দেশে স্বৈরাচারের উত্থান আর হবে না। স্বৈরাচারের উত্থান ঘটাতে চাইলে ছাত্র-জনতা প্রতিহত করবে। সেইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাসহ তাদের পাশে থাকার আহ্বান জানানো হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন জাগো নিউজকে বলেন, আর কয়েক ঘণ্টা পরই মিজানুর রহমান আজহারী তাফসির পেশ করবেন। এরইমধ্যে অগণিত মানুষ চলে এসেছেন। এখনো আসছেন। আজহারীর বক্তব্য শুরুর আগ পর্যন্ত আসতেই থাকবেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, মাহফিলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে শহরে যানবাহন চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে অন্যান্য দিনের চেয়ে আজকে অটোরিকশা কম পরিমাণে চলছে।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, মাহফিল সকালে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাহফিলের স্থানসহ আশপাশে নজরদারি করছে।
কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম