শামা ওবায়েদ

নির্বাচনে কালক্ষেপণ করলে হাসিনার ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ডেভিল হান্ট অভিযান চালাচ্ছে অথচ ইউনূস সাহেবের চারপাশেই ডেভিলরা ঘোরাফেরা করছে। এজন্য বাজারে জিনিসের দাম কমে নাই, সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই এই ছয় মাসেও।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইছে, একটা পয়সাও ফেরত আনতে পারে নাই। শেখ হাসিনা পালাইছে তা আমরা সবাই টেলিভিশনে দেখছি। কিন্তু শেখ পরিবার পালাইলো কীভাবে? একটারেও ধরতে পারলো না কেন?

বিএনপির সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, আজকের নতুন প্রজন্মের যে সংগ্রাম, বিএনপির গত ১৭ বছরের যে সংগ্রাম তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, যতদিন একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে না পারবো।

ভোটের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, আমরা ১৫ বছরে একটি ভোট দিতে পারি নাই। তাই সবার জন্য এই ভোটের ব্যবস্থা করতে হবে, যত দ্রুত সম্ভব। সংস্কার তো চলমান থাকবেই। কিন্তু সংস্কারের নামে যদি আপনারা কালক্ষেপণ করেন, তাহলে ভারতে বসে হাসিনা বইসা বইসা ডায়লগ মারছে আর দোসরদের উসকানি দিতেছে। সুতরাং ষড়যন্ত্র ঘনীভূত হবে ষড়যন্ত্র চলবে।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা।

বিধান মজুমদার অনি/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।