চাঁদা বন্ধের দাবিতে গাইবান্ধায় মেডিকেল প্রতিনিধিদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

গাইবান্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে মেডিকেল প্রতিনিধিরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিটিউকেল ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই শতাধিক মেডিকেল প্রতিনিধি অংশ নেন।

গাইবান্ধা সদর উপজেলার ফারিয়ার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে ম্যানেজার্স ফোরামের সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

jagonews24

বক্তারা বলেন, মেডিকেল প্রতিনিধি ও ম্যানেজাররা জেলার চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কে নিত্য নতুন তথ্য দিয়ে থাকি। কিন্তু আমাদের কাছে অনৈতিকভাবে পিকনিকের নামে তিন লাখ টাকা চাঁদা দাবি করে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন ও সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন বিপ্লব।

সম্প্রতি বিপ্লব তার মালিকানাধীন ঐশি ক্লিনিকে প্রতিনিধিদের ডেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা জানালে তারা প্রতিহিংসামূলক ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে ক্লিনিক ও ডায়াগনস্টটিক সেন্টার গুলোতে ভিজিট করতে নিষেধাজ্ঞা দেন। তারা নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা তথ্য দিচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের হীন এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ওষুধ সরবরাহ বন্ধসহ বড় ধরনের কর্মসূচির করবে বলে হুশিয়ারি দেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন।

এ এইচ শামীম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।