খাগড়াছড়িতে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৫২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক পাহাড়ি বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুইমারার বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিবত্রন চাকমা গুইমারা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকার বাসিন্দা মৃত হেমেন্দ্র চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যার আগে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামলে বিবত্রন চাকমা ঘরের বাইরে থেকে দৌড়ে ঘরে ঢুকেন। ঘরে ঢোকার পরপরই বজ্রপাতে ঘরের দরজায় বসে থাকা বিবত্রন চাকমার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।